|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন সেনাপ্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সোমবার ৫ আগস্ট সন্ধ্যার পর তারা বৈঠকে বসেছেন।
এর আগে জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে। সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনব। আমাদের সহযোগিতা করুন।
জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.