|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে উপজেলা আওয়ামিলীগের বৃহত্তম শোক র্যালি ও পথসভা
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০২৪
শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাস উপলক্ষে ফেনীর সোনাগাজীতে শোক র্যালি করেছে উপজেলা আওয়ামী লীগ।
পহেলা আগস্ট বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র্যালীতে যোগদেন উপজেলার সকল পর্যায়ের আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন এর নেতৃত্বে স্মরণকালের বৃহত্তম শোক র্যালি কার্যত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের রূপধারণ করে। শহরের জিরোপয়েন্ট থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক সমূহ পদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
এর আগে দুপুর ২টা থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানীয় চেয়ারম্যান, আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা পৌর শহরের জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে সমবেত হন।
এসময় শোক র্যালীতে অংশ নেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, আজিজুল হক হিরণ, মোশারফ হোসেন বাদল, আলাউদ্দিন বাবুল, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন বাহার, আবদুল মজিদ ভুলুমিয়া, নুরনবী লিটন, শাহাদাত হোসেন জুয়েল, আবু তৈয়ব বাবুল, ইব্রাহিম খলিল, সৈয়দ দীন মোহাম্মদ, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন, বেলায়েত হোসেন বেলাল, আইয়ুব আলী খাঁন, শেখ কলিম উল্যাহ রয়েল, নাছির উদ্দিন রিপন, যুবলীগ নেতা জামাল উদ্দিন, নাছির উদ্দিন আরিফ ভূঞা, নাছির উদ্দিন অপু, সাখাওয়াত হোসেন রানা, ছাত্রলীগ নেতা আবদুল মোতালেব চৌধুরী রবিন, মাহমুদুর রহমান রাসেল, সাইমুন ভূঞা, মীর এমরান, যুবলীগ নেতা আরিফুর রহমান সোহাগ প্রমুখ।
এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিটের আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর পদচারণায় পৌর শহর মুখরিত হয়ে উঠে। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে সোনাগাজীর রাজপথ।
কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক শোক র্যালীর পূর্বে মেয়র খোকন শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেন। এসময় তিনি চলমান কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি-জামাতের ধ্বংসযজ্ঞের কঠোর সমালোচনা করে সোনাগাজীতে কোন রকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলে সমুউচিত জবাব দেওয়ার হুশিয়ারি দেন।
এছাড়াও সোস্যাল মিডিয়ায় বিএনপি-জামাতের গুজবের বিরুদ্ধে ও দলীয় কার্যক্রম নিয়ে সক্রিয় সদস্যদের তালিকা তৈরী পূর্বক পুরষ্কারের ঘোষণাও দেন মেয়র খোকন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.