|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
মধুপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০২৪
টাঙ্গাইলের মধুপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে
উপজেলা কনফারেন্স রুম (৪র্থ) তলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর সভাপতিত্বে মধুপুর উপজেলায় সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মধুপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে প্রতিরোধ কমিটি গঠন করা নিয়ে আলোচনা করা হয়। এবং চেয়ারম্যানদেরকে কমিটি গঠন করে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর নিকট প্রেরণ করার জন্য বলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. ইয়াকুব আলী । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সজীব আহমেদ, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ওসি( তদন্ত) রাসেল আহমেদ
প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ সুশীল সমাজের নেতৃৃবৃন্দ গন উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.