|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ এর শুভ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৪
ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ,"এই স্লোগানকে সামনে রেখে আজ ৩১ জুলাই বুধবার সকালে পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রথমে ব্যানার সহযোগে এক বর্ণাঢ্য র্যালী সড়ক প্রদক্ষিণ করে । এরপর উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্যে দিয়ে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু (এমপি)। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায়
বিশেষ অতিথি বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার,মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল প্রমুখ। শেষে উপজেলার ৫জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.