|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৪
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হিসাবে পদায়ন করা হয়েছে ডিএমটির লজিস্টিকস
ফিনান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা, আশরাফুজ্জামানকে।
বুধবার ৩১ জুলাই বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাক্ষারিত এক আদেশে এ পদায়ন করা হয়। আদেশে বলা হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে। মহা. আশরাফুজ্জামান বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.