|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গজারিয়ায় চাউলের দোকান থেকে ১৭০বস্তা চাউল চুরি
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৪
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা আনারপুরাস্থ একটি চাউলের দোকান থেকে ১৭০বস্তা চাউল,যার বর্তমান বাজার মূল্য ৪.৯১,০০০/টাকা চুরি করে নিয়ে গিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
জানা যায়,গত ২৯জুলাই রাতের কোন এক সময় উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা সাকিনস্থ বসুন্ধারা পেপার মিলের পাশে মেসার্স ভাই ভাই রাইস এজেন্সী নামীয় একটি প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।সরেজমিনে দেখা যায়,প্রতিষ্ঠানটি ৬টি তালা ভেঙে,শার্টার খুলে ভিতরে থাকা ১৭০বস্তা চাউল যার মধ্যে কাউসার জিরাসাইল ১১৪ বস্তা যাহার মূল্য অনুঃ৩,১৯,২০০/- (তিন লক্ষ উনিশ হাজার দুইশত) টাকা এবং টিআর চাউল ২০ বস্তা যাহার মূল্য অনুঃ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা, এবং এমবি ১০ বস্তা যাহার মূল্য অনুঃ ২৭,৫০০/- ( সাতাইশ হাজার পাঁচশত) টাকা, এরফান ১০ বস্তা যাহার মূল্য অনুঃ ৩৭,০০০/- (সাইত্রিশ হাজার) টাকা, জোড়া রকেট
মিনিকেট ১০ বস্তা যাহার মূল্য অনুঃ ৩৩,৫০০/- (তেত্রিশ হাজার পাঁচশত) টাকা, জোড়া কবুতর ০৬ বস্তা যাহার মূল্য অনুঃ ১৮,৯০০/- (আঠার হাজার নয়শত) টাকা নিয়ে যায়।
প্রতিষ্ঠানটির মালিক মো:নাসিম মিয়া জানান,গতকাল সন্ধ্যা অনুঃ০৬.০০ ঘটিকা হইতে আজ সকাল অনুঃ ০৭.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাত নামা চোর/চোরেরা আমার প্রতিষ্ঠানের তালা কাটিয়া ভিতরে প্রবেশ করিয়া
উপরে উল্লেখিত বিভিন্ন ধরনের ১৭০ বস্তা চাউল যাহার মূল্য অনুঃ ৪,৯১,১০০/- (চার লক্ষ একানব্বই হাজারএকশত) টাকা চুরি করিয়া নিয়া যায়।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইন চার্জ মো:রাজিব খাঁন বলেন,অভিযোগ পেয়েছি,চোরদের আটক ও চুরি যাওয়া চাউল উদ্ধারে চেষ্টা করছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.