|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে সাউথ বাংলা কমার্স ব্যাংক পিএলসি উপশাখার শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৪
এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
রবিবার ২৮ শে জুলাই দুপুর একটাই দিনাজপুরের বিরামপুরে নিয়ামত প্লাজা দ্বিতীয় তলায় সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক পিএলসি বিরামপুর উপশাখার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরামপুর পৌরসভার নগরপিতা সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ আককাস আলী।
এ সময় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন এসভিপি রংপুর ও রংপুর শাখা প্রধান রাশেদ মাহবুব রব্বান, ভিপি ও দিনাজপুর শাখা প্রধান এটিএম নুরুন্নবী সরকার, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোঃ মোজাম্মেল হক, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শিবেষ কুমার কুন্ডু , বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ ভি পি ও বগুড়া শাখা প্রদান আব্দুর রাজ্জাক, এসইও ও বিরামপুর উপ - শাখার শাখা প্রধান এসএম ফজলুল বারী , spots zone বিরামপুর এর পরিচালক মুশফিকুর রহমান লিটন, বিরামপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মুরাদ হোসেন, বিরামপুর মটর শ্রমিক পরিবহনের সাধারণ সম্পাদক মুকুল সরকার, নিয়ামত প্লাজা এর প্রোপাইটার তোজাম্মেল হোসেন সহ স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়িকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, বিরামপুর উপজেলা একটি ব্যবসায়িক কেন্দ্র এই উপজেলাটি চার উপজেলার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখানে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এজন্য সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক সকলকে সহযোগিতা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী ব্যাংকের টির উন্নতি ও সফলতা কামনা করেছেন ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.