|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি উঠে এসেছে।
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৪
বাংলাদেশের সাম্প্রতিক এসব ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দিল্লি।
তবে ভারত আশা করে বাংলাদেশে খুব শিগগিরই শান্তি ফিরে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হবে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশে যা ঘটছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই দৃঢ়, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ।
তিনি জানান, আন্দোলন চলাকালীন বাংলাদেশে বসবাসকারী ৬ হাজার ৭০০ এর বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন। নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশন ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রেখেছে। বাংলাদেশের ঘটনাবলির দিকে ভারত তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। তবে সেখানে যা চলছে, তা সম্পূর্ণভাবে তাদের অভ্যন্তরীণ বিষয়। ভারতের আশা, খুব শিগগির বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।
এ সময় জয়সোয়াল জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। কূটনৈতিক স্তরে সেই প্রতিবাদপত্র ভারতের কাছে পৌঁছেছে।
তিনি জানান, ভারতীয় সংবিধানের সপ্তম তপশিলের (শিডিউল) প্রথম তালিকার ১০ নম্বর বিষয়টিতে বলা আছে, পররাষ্ট্রসংক্রান্ত সবকিছুই কেন্দ্রীয় সরকারের অধীন; কেন্দ্রীয় তালিকাভুক্ত। এ ক্ষেত্রে রাজ্য তালিকা কিংবা যুগ্ম তালিকায়ও নেই। কাজেই পররাষ্ট্রসংক্রান্ত কোনো বিষয়ে কোনো রাজ্য সরকারেরই বিন্দুমাত্র এখতিয়ার নেই। যা রাজ্যের বিষয় নয়, তা নিয়ে রাজ্য সরকারের মাথা ঘামানোর কিছু নেই।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.