|| ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ বঙ্গবন্ধু সেতুর টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।”
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৪
আজ বঙ্গবন্ধু সেতুর টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।”
কারফিউ শিথিল থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে।
বিভিন্ন পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, মেটারসাইকেল ছাড়াও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত ৭ হাজার ২৭৭টি যানবাহন পারাপার হয়েছে।
গত কয়েকদিনের তুলনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, গত ১২ ঘণ্টায় ৭৩২টি বাস, ৩ হাজার ৬৪টি ট্রাক, ৮৯০টি মোটরসাইকেল এবং ২ হাজার ৫৯১টি বিভিন্ন হালকা যানবাহন এ সড়ক দিয়ে পারাপার হয়।
“এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।”
এদিকে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশকে টহল দিতে দেখা গেছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশিও চালানো হয়েছে।
এলেঙ্গ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর সাজেদুর রহমান বলেন, “যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.