|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
মৈত্রী এক্সপ্রেসের পর এবার বাতিল হল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৪
কোটা সংস্কার নিয়ে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি কিছুটা থিতু হয়েছেন। তবে সমাধান হয়েছে।
হাইকোর্টের রায় জনতার পক্ষেই। তবু পরিচালন ব্যবস্থা স্বাভাবিক হতে এখনও যে সময় লাগবে তা বোঝা যাচ্ছে রেল পরিষেবার দিকে তাকালেই।
মৈত্রী এক্সপ্রেসের পর এবার বাতিল হল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। কলকাতা থেকে খুলনাগামী ১৩১২৯ বন্ধন এক্সপ্রেস এবং খুলনা থেকে কলকাতাগামী বন্ধন ১৩১৩০ এক্সপ্রেস।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে খবর, আগামী ২৫ তারিখ যে ১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে ছাড়ার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে। অন্য দিকে, ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ২৫ তারিখেই কলকাতায় পৌঁছানোর কথা ছিল, সেটিও বাতিল থাকবে। জানা গিয়েছে, ২১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বন্ধন এক্সপ্রেস বাতিল থাকবে।
নির্যাধারিত সময়ে ট্রেন না চলায় যাত্রীদের অসুবিধার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে রেল দফতর। দুই বাংলার মধ্যে যোগাযোগ স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন, এমনই ইঙ্গিত রেলের।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.