|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুপুরে সংবাদ সম্মেলন করবেন সরকারের চার মন্ত্রী
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৪
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা নিয়ে আপিল বিভাগের রায় সংক্রান্ত প্রজ্ঞাপনের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সরকারের চার মন্ত্রী।
দুপুর আড়াইটায় গুলশানে আইনমন্ত্রীর সরকারি বাসভবনে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত উপস্থিত থাকবেন।
এর আগে, সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপনের অনুমোদন দিয়েছেন।
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়েছে, সব গ্রেডের ক্ষেত্রেই সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগের বিষয়টি প্রজ্ঞাপনে রাখা হবে। আপিল বিভাগের রায় অনুযায়ী, শুধুমাত্র সাত শতাংশ কোটায় নিয়োগ করা হবে।
এর আগে, রোববার রায়ের দিন আইনজীবীরা বলেছিলেন, ২০১৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী নবম থেকে ১৩ তম গ্রেডের ক্ষেত্রে এ রায় কার্যকর হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.