|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
আগামী দুদিনও ৪ ঘণ্টা করে ব্যাংক খোলা
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৪
আগামী দুদিনও সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা করে সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সময়সূচিতেই ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বুধবার (২৪ জুলাই) ও বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে নির্ধারিত শাখার মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
এ সময়সূচি হবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।’ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘নির্ধারিত শাখা নির্ধারণ করবে স্ব স্ব ব্যাংক। যেহেতু নিরাপত্তার বিষয় রয়েছে, তাই ব্যাংকগুলোই সিদ্ধান্ত নেবে তারা কোন এলাকায় কোন শাখা খোলা রাখবে।’
এর আগে বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.