|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে বণিক সমিতির নির্বাচনে মিজান-নাদিম-বাবু সোনার পরিষদের আলোচনা সভা।।
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৪
আগামী ২৭ শে জুলাই বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে পাঁচবিবি বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইতিমধ্যে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার ও রাস্তাঘাট । সর্বত্রই যেন উৎসবের আমেজ বিরাজ করছে। দিনরাত প্রার্থীরা ছুটে চলেছেন লিফলেট হাতে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে । দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন দোয়া, আশীর্বাদ ও ভোট।
এবারে বণিক সমিতির নির্বাচনে মোট ৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্যে মিজান- নাদিম- বাবু সোনার প্যানেলের প্রার্থীরা গতবারের বিপুল ভোটে নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক নাদিম মন্ডলের হাত ধরে প্রতিষ্ঠিত এই প্যানেলের মধ্যে দিয়ে এবারে নির্বাচনে নতুন উদ্যমে অংশগ্রহণ করছেন। চাইছেন তারা আমূল পরিবর্তন। এ উপলক্ষে উক্ত প্যানেলের আয়োজনে ব্যবসায়ীদের সমন্বয়ে এক আলোচনা সভা গত ১৭ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রেল স্টেশনের পূর্ব পার্শ্বে পপুলার কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,মার্সেল শোরুমের প্রোপাইটর বিশিষ্ট ব্যবসায়ী ও ছাতা মার্কার সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান মিজান। সমাজ সেবা সম্পাদক চশমা মার্কার পদপ্রার্থী রাফিউল ইসলাম রুবেলের সঞ্চালনায এতে আরো বক্তব্য রাখেন,বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাদিম মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক শেখ ও স্বর্ণমহল জুয়েলার্সের স্বত্বাধিকারী মোরগ মার্কার সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহাতাব আলী মন্ডল বাবু সোনার প্রমূখ। এ প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে আলহাজ্ব মিজানুর রহমান মিজান (ছাতা), সহ-সভাপতি পদে গোকুল চন্দ্র দাস (বটগাছ), একই পদে আমিনুর রহমান বাবু (প্রজাপতি) ,সাধারণ সম্পাদক পদে মাহতাব আলী মন্ডল বাবু সোনার (মোরগ), সহ সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম (মোমবাতি), একই পদে জাহাঙ্গীর আলম ছনোয়ার (বৈদ্যুতিক ফ্যান), কোষাধক্ষ্য পদে আব্দুল মাবুদ (বই), দপ্তর সম্পাদক পদে আরাফাত হোসেন (ডাব), সহ দপ্তর সম্পাদক পদে মাহফুজ আহমেদ (গরুর গাড়ি), সমাজ সেবা সম্পাদক পদে রাফিউল ইসলাম রুবেল (চশমা) ও ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান মিজান ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন প্রধান শফিকুল আলম চৌধুরী বিপ্লব জানান, এবারে ১২'শ ৯৫ জন ভোটার তাদের পছন্দমত প্রার্থীদের মূল্যবান ভোট প্রয়োগ করে নির্বাচিত করবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.