|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জে গায়েবানা জানাজা থেকে ইমাম ও বিএনপিনেতা আটক
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২৪
মুন্সীগঞ্জে কোটা সংস্কারের দাবির আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়ছিলেন বেশ কয়েকজন। নামাজ পড়া অবস্থায় ইমামকে আটক করে নিয়ে যায় পুলিশ। মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে তাকে নামাজ থেকে আটক করা হয় এবং অন্যদের নামাজ থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। একজন পাশ থেকে বলেন, তারা নামাজ পড়ছিলেন। তখন ওসি বলেন, ‘গায়েবানা নামাজ বলে কিছু নেই।’ এমন একটি ফুটেজ এনটিভি অনলাইনের কাছে সংরক্ষিত আছে।
আজ বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজা পড়ানোর সময় ইমাম আব্দুর রহমান হিরনকে আটক করে পুলিশ। এ সময় বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবউল আলম স্বপনকেও আটক করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘সড়ক বন্ধ করে জানাজায় দাঁড়িয়েছিল তারা। এতে সড়কে অরাজকতার সৃষ্টি হচ্ছিল। তাই দুজনকে আটক করা হয়। একইসঙ্গে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়।
যদিও জানাজার নামাজ থেকে ইমামকে আটকের পর তার বক্তব্য ‘গায়েবানা নামাজ বলে কিছু নেই’ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.