|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে গভীর রাতে আগুন লেগে ৬টি ঘর পুরে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২৪
সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুন লেগে গরু ছাগল সহ ৬ টি ঘর পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার ( ১৭ জুলাই) গভীর রাতে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, গোবিন্দপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র নেওয়াজ উদ্দিনের বাড়ীতে রাত প্রায় ২ টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট মাধ্যমে বাড়ীতে আগুল লাগলে দাউ দাউ করে জ্বলতে থাকে। এতে বাড়ীর লোকজন চিৎকার করলে আশে পাশের লোক আগুন নেভাতে ছুটে যান। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। এসময় ৪ টি গরু, ৩ টি ছাগল, ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
পাঁচবিবি ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল হাসান বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সৃষ্ট আগুনে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.