|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কন্যাদায়গ্রস্থ এক অসহায় পরিবারের পাশে বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি
প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২৪
দেবাশীষ কর্মকার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চট্টগ্রামের কন্যাদায়গ্রস্থ এক অসহায় পরিবারের পাশে উপহার প্রদান করা হয় । সে সময় উপস্থিত, ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষিকা সোমা রানী দাশ চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ সহ আরো অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি গোপালগঞ্জের কৃতি সন্তান শ্রী রতন রায় চৌধুরী ও চট্টগ্রামের কৃতি সন্তান প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী মিন্টু দে সাংবাদিকদের বলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি একটি আদর্শ পরিবার এই পরিবারে সারা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আমাদের এই সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে এবং প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নিজেকে মানবতার কল্যাণে অসহায় নির্যাতিত নিপীড়িত সুবিধা বঞ্চিত সকল মানুষের আপদে-বিপদে জনকল্যাণ হিতে নিজেকে সম্পৃক্ত রাখবে এবং সকল সেবক ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে এই প্রত্যাশা রাখছি মানবতার অলাভজনক ও সম্পূর্ণ অরাজনৈতিক সনাতন ধর্মীয় সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি আগামী দিনেও মানবতার কল্যাণে এই সংগঠন সংগঠনের সাধ্যমত সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.