|| ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১লা রমজান, ১৪৪৬ হিজরি
কালিহাতীতে হেরাব্রহ্মচারী আশ্রমে রথযাত্রার উপলক্ষে সাত দিনব্যাপী কীর্তন উৎসব উদযাপিত
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৪
দেবাশীষ কর্মকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতিতে শ্রী শ্রী জয় বাবা হেরা গোসাই মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাত দিন ব্যাপী ভাগবত আলোচনা ও হরিনাম কীর্তনের উৎসব অনুষ্ঠিত হয়েছে উৎসবটিতে ভাগবত আলোচক হিসেবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলা কথা আলোচনা করেন শ্রী ব্রজ গোপাল রাজবংশী, কীর্তনীয়া হিসেবে কীর্তন পরিবেশন করেন কালিহাতি কেন্দ্রীয় জয় কালী মন্দিরের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়দেব কর্মকার, অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন নয়ন দেবনাথ, জয়ন্ত কর্মকার ,প্রভাত বিশ্বাস ,সুমন সরকার ,শ্রীবাস সরকার, দিব্য কর্মকার সহ অন্যান্য শিল্পী বৃন্দ সে সময় আরো উপস্থিত ছিলেন শ্রীশ্রী জয় বাবা হেরা ব্রহ্মচারীর আশ্রমের সভাপতি শ্রী ধীরেন রাজবংশী সাধারণ সম্পাদক শ্রী তৈলক্ষ পাল চৈতন্য পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ ঐ কীর্তন উৎসবে কীর্তন শ্রবণ করতে দূর দূরান্ত থেকে এসে সমবেত হন শত শত ভক্তবৃন্দ শ্রী শ্রী জগন্নাথ দেবের জয়ধ্বনি উলুর ধ্বনির মধ্য দিয়ে ভক্তরা লাভ করেন প্রশান্তি জগন্নাথ দেবের কৃপা ও করুণা সাত দিনব্যাপী এই ভাগ্বতীয় আলোচনা ও কীর্তন অনুষ্ঠান উদযাপিত হয়েছে বলে ভক্তরা অনেক আনন্দিত উচ্ছ্বাসিত ভক্তরা জানান প্রতিবছর জগন্নাথ দেব এর রথযাত্রা উপলক্ষে এই মন্দিরে এভাবেই ভাগ্বতীয় আলোচনা ও কীর্তন অনুষ্ঠান চলমান থাকবে সকল ভক্তরা শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা করোনা লাভ করবেন বলেও আশা প্রকাশ করেন পরে কীর্তন শেষে প্রসাদ ভোজন করেন সকল ভক্তবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.