|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংষর্ষ, নিহত ১
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০২৪
ওসমান গনি
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে চলন্ত এক ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে।
ষোলঘর ফুলতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের শ্রীনগর স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি একই লেনে মাওয়ার দিকে যাচ্ছিল। পথে ষোলঘর এলাকায় পৌঁছালে বড় একটি ট্রাকের পেছনে ছোট ট্রাকটি ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকটির সামনের বাম পাশে বসা চালকের সহকারী দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.