|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
বানভাসি মানুষর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সংসদ সদস্য লতিফ সিদ্দিকী।
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০২৪
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যমুনা পাড়ের বন্যাদুর্গত এলাকায় বানভাসি দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।
শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের আলীপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আলিপুর ও ভৈরব বাড়ি গ্রামে কয়েকশো বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেহাব উদ্দিন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন (বৃষ্টি), দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, সাবেক চেয়ারম্যান মোঃ হযরত আলী তালুকদার, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মেম্বার প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.