|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পূবাইল তালটিয়া গ্রামে নাবালক বালক বালিকার বিয়ে
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৪
রবিউল আলম গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইলে ছেলের পরিবারের অজান্তেই নাবালক বালক বালিকার বিয়ে সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি কর্পোরেশন ৪২ নং ওয়ার্ডের তালটিয়া পূর্ব পাড়া গ্রামে। জন্ম সনদ ও স্কুল সার্টিফিকেট অনুযায়ী মেয়ের বয়স ১৩ বছর ৭ মাস এবং ছেলের বয়স ১৬ বছর।
জানা যায় গাজীপুর সিটি করপোরেশনের ৪২ নং ওয়ার্ডের তালটিয়া গ্রামের নাবালিকা জান্নাতুল ফেরদৌস অহনা পিতা - মোঃ জাহাঙ্গীর, মাতা - মোসাঃ ঝর্না বেগম। সাং তালটিয়া পূবাইল, গাজীপুর। একই গ্রামের নাবালক মোঃ সাজিদুল ইসলাম সৌরভ পিতা মোঃ আবু তারেক এনাম, মাতা - মোসাঃ সাহিদা।তারা পাশাপাশি একই এলাকার প্রতিবেশী সে সুবাদে একে অপরের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে উঠে।
এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।এমতাবস্থায় মেয়ের পরিবার ছেলেকে ফুসলিয়ে বিভিন্ন প্রলোভন ও লোভ লালসা দেখিয়ে গত ২ জুলাই নোটারীর পাবলিকের মাধ্যমে বিবাহ করিয়েছে বলে শোনা যায়। তিনদিন পর
বিষয়টি ছেলের পক্ষ জানতে পেরে ছেলেকে শাসন ও এই বিয়ে কোনভাবেই মেনে নিতে পারেনি বলে জানান।এসব ঘটনা মেয়ে পক্ষ জানতে পেরে ছেলেকে ফুসলিয়ে জোর করে মেয়ের মা ঝর্ণা তাদের বাড়িতে নিয়ে যায় এবং ছেলে মেয়েকে একসাথে বাড়িতে অবস্থান করার সুযোগ সৃষ্টি করে দেন এবং বলেন ছেলে সৌরভ কে তার মেয়ের স্বামী হিসেবে জানেন। বর্তমানে এ নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজমান। এ বিষয়ে এলাকাবাসী মানবাধিকার ও যথাযথ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.