|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ প্রদান
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৪
সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বৃত্তি ও সনদ প্রদান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকালে চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে এ বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা কর্মমুখী। নতুন শিক্ষা কারিকুলাম হচ্ছে হাতে কলমে শিক্ষা দেওয়া। যাতে প্রতিটি শিক্ষার্থী নিজের পায়ে দাড়াতে পারে। বিশ্বের উন্নত দেশে কিন্তু আগে থেকেই এই শিক্ষা ব্যবস্থা চলে আসছে। শিক্ষা ক্ষেত্রে আমার যা যা সহযোগিতা করা দরকার আমি তা করবো।
তিনি বলেন, আগামীতে এই শিক্ষার্থীরা যাতে আরো ভালো করতে পারে সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছেন এরাই কিন্তু সেই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ। কাজেই এদেরকে সেভাবে গড়ে তোলতে হবে। আর একটি কথা বলতে চাই আপনার সন্তানকে শুধু মেধাবী নয় একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলবেন।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাপরিচালক জয়নুল আবেদীন জয় এল এলবি।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেনের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চরচেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জিতু মিয়া বেপারী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ নুরন্নবী, সিনিয়র যুগ্ম মহাসচিব এ এস এম তুহিন, শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
ছবির ক্যাপশন: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ প্রদান করেন প্রধান অতিথি
চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.