|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
পূবাইলে ইজিবাইক চোর চক্রের মূলহোতা নারীসহ গ্রেপ্তার ৪
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৪
রবিউল আলম গাজিপুর প্রতিনিধি:
গাজিপুর মহানগরীর পূবাইল থেকে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের মূলহোতা নারীসহ ৪ সদস্যকে গ্রেফতার এবং চোরাইকৃত ব্যাটারি চালিত ১টি ইজিবাইক উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (৩৩),
শফিকুল ইসলাম (২৮),তানিয়া হক (৩৬),রুবেল (৩৬),।
পূবাইল থানাধীন হায়দরাবাদ মিজান মার্কেট সংলগ্ন ভুতেরবান কালভার্টের উপরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রটিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার(১২ জুলাই) বিকেলে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান,পূবাইল থানাধীন এলাকায় কয়েকজন সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ তারা অভিনব কায়দায় ইজিবাইক চুরি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এসআই হুমায়ুন কবীর অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করে।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পূবাইল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.