|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার গ্রেফতার-৪
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৪
গীতি গমন চন্দ্র রায় গীতি,ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেন।
জানাযায়,১২ জুলাই শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেন । ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান,ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৩৬পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট,১০৫ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার নতুন গড়েয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।এবং এ সময় ঐ গড়েয়া চোঙ্গাখাতা শাহাপাড়া গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মোঃ জাহিদ আলম (১৯) কে ২২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এবং পীরগঞ্জ পৌরসভার মিত্রবাটি ভাই ভাই ক্রোকারিজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।সে সময় পীরগঞ্জ উপজেলার চোপড়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মো: নূরনবী (৩০) কে ১৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতরা করা হয়।তাছাড়া রানীশংকৈল থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বাচোর আমজুয়ান আবাত্তাকীয় মাদ্রাসা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।সে সময় ঐ গ্রামের মোঃআব্দুল হকের ছেলে মোঃ রিপন বাপ্পী (২৪) কে ১০৫ গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ৪৩০টাকা সহ গ্রেফতার করা হয়। অপরদিকে হরিপুর উপজেলার বকুয়া বহরমপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।উক্ত সময় উপজেলার সিংহাড়ি গ্রামের মোঃআজহারুল ইসলামের ছেলে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃরায়হান (১৬) কে ১২ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়।ঐ সময় ঐ গ্রামের মো:আব্দুল বাসেদের ছেলে মোঃআলী আকবর ভুট্ট্রা (৩৫) পালিয়ে যায়।
বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.