|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
চর অঞ্চলে রাসেল’স ভাইপার বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে গামবুট জুতা বিতরণ
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৪
মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে গামবুট জুতা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট জুতা বিতরন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, রাসেল’স ভাইপার নিয়ে আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন। সৃষ্টি কর্তা মানুষকে বিপদ দান করেন তিনিই আবার সমাধান করেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগ যে কোন দুর্যোগ মোকাবেলায় আপনাদের পাশে থেকেছেন এবং থাকবে। এই অঞ্চলের কৃষকদের নানা জটিলতার মধ্যে থাকতে হচ্ছে সেটা বিবেচনা করেই আমাদের এই সামান্য চেষ্টা। আশারাখি আপনাদের উপকারে আসবে।
জানা যায়, চরভদ্রাসনে পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলে দেখা মিলে বিষধর রাসেল’স ভাইপার সাপ। সম্প্রতি চরাঞ্চলসহ উপজেলা সদরের বিভিন্ন গ্রামে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে ভীতির সঞ্চার হয়। গত কয়েক সপ্তাহে এই উপজেলায় মানুষের হাতে মারা পড়েছে রাসেলস ভাইপারসহ বিভিন্ন প্রজাতির সাপ। এছাড়া গত কয়েক বছরে এই উপজেলায় সাপের কামড়ে বেশ কয়েকজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সভাপতিত্বে ও ৩নং নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ ও জেলা আওয়ামী লীগের উদ্যেগে উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ইশতিয়াক আরিফ, সহ সভাপতি আব্দুর রহমান ফকির,উপ প্রচার সম্পাদক আলী আজগর মানিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ঈমান আলী মোল্লা সহ স্থাননীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.