|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
এইচএসসি পরিক্ষায় প্রথম পত্রের পরিবর্তে এলো দ্বিতীয় পত্রের পশ্ন
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৪
আবদুল মামুন,সীতাকুণ্ড-
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় চলমান এইচএসসি পরীক্ষায় বৃহস্পতিবার (১১ জুলাই) ছিল বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বিজয় স্মরণী কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিয়ে এসেছিলেন কেন্দ্রে। কিন্তু সকাল ১০ টায় পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে পরীক্ষার্থীরা দেখতে পান পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন দেয়া হয়েছে তাদের। তাৎক্ষণিক পরীক্ষার্থীরা কেন্দ্র পর্যবেক্ষকদের বিষয়টি অবগত করলে প্রশ্ন ফিরিয়ে নিয়ে স্থগিত রাখা হয় পরীক্ষা। এতে উদ্বেগ উৎকন্ঠায় সময় পার করছেন পরীক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেন, পরীক্ষার প্রশ্ন বিতরণের দায়িত্ব জেলা প্রশাসনের। আর দেখেশুনে প্রতিদিন সকালে প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কেন্দ্র সচিবের। তিনি আরও বলেন, কেন্দ্র সচিব ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলা, অদক্ষতা ও অসতর্কতার কারণে বিজয় স্মরণী কলেজ কেন্দ্রে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন চলে গেছে। বিষয়টি জানতে পেরে তড়িৎ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্ন পরিবর্তন করে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। সময় সমন্বয় করে আজকেই পরীক্ষা নেয়া হবে। পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রশ্ন ভুলে কেন্দ্রে পৌঁছে গেছে সেই প্রশ্ন দিয়ে আর পরীক্ষা হবে না বিকল্প প্রশ্নে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কেন এমন ভুল হয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। এ বিষয়ে জানতে কেন্দ্রের সচিব, বিজয় স্মরণী কলেজের অধ্যক্ষ শিব সঙ্কর দাশকে তার মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.