|| ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সড়কেই প্রবাসীর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জুয়েল মাহমুদ (৩২) নামে এক প্রবাসী নিহত
বুধবার (১০ জুলাই) বিকাল ৩টার সময় সীতাকুণ্ড পৌর সদর এলাকার বাসস্ট্যান্ডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মাহমুদ উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামের বাসিন্দা মোঃ শাহাজানের পুত্র। জানা যায়, সৌদি আরব প্রবাসী জুয়েলের সাথে একই এলাকার একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয়। আগামী ২৪ জুলাই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বধূবরণ করা হবে, তাই ব্যাপক প্রস্তুতি চলছিল পরিবারে। জুয়েল বুধবার বিয়ের কেনাকাটা করতে আসেন সীতাকুণ্ড পৌরসদরে। কেনাকাটা শেষে বাড়ী ফেরার উদ্দেশ্যে পৌর সদর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় তাকে অজ্ঞাত একটি গাড়ী চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মোঃ আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাবার আগেই প্রবাসী জুয়েলের লাশ বাড়ী নিয়ে গেছে তার স্বজনরা। সে কারণে বিস্তারিত তথ্য পাইনি আমরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.