|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
আমিরাতে ৫ বাংলাদেশির লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা
প্রকাশের তারিখঃ ৯ জুলাই, ২০২৪
আমিরাতের আবুধাবিতে ৫ বাংলাদেশির লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনার পর গাড়িতে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত লাশের শনাক্তে ডিএনএ পরীক্ষা জন্য নমুনা সংগ্রহ করেছে পুলিশ।
লাশ শনাক্তের পর শিগগিরই দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন।
তিনি আরও বলেন পাঁচজনকে নিয়ে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
লাশ পুরোপুরি ঝলসে গেছে। নিহতরা আজমানের যেখানে থাকতেন, সেখান থেকে তাদের পরিধেয় বস্ত্রের নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে পুলিশের ফরেনসিক বিভাগ।
“তাদের লাশ শনাক্ত করে ‘আউটপাস ইস্যুর’ জন্য দূতাবাস প্রসিকিউশনের অনুমোদন নেবে। এরপর যত দ্রুত সম্ভব লাশগুলো দেশে পাঠানো হবে।”
স্থানীয় সময় রোববার আবুধাবিতে সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে নিহত হন ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি।
তারা হলেন- নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৮), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৮) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)।
শ্রম কাউন্সিলর সাব্বির জানান, নিহতরা সবাই আজমান প্রদেশের ২ নম্বর নয়া সানাইয়া এলাকায় থাকতেন, পেশায় রঙ মিস্ত্রি। পেইন্টিং কাজের ঠিকাদার মো. রানার সঙ্গে একটি সাইটে যাওয়ার সময় তারা গাড়িটি অগ্নিদগ্ধ হয়। তাদের লাশ বানিয়াস সেন্ট্রাল মর্চুয়ারিতে রাখা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.