|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে চালু হয়েছে কিউআর কোড যুক্ত অনলাইন সনদ
প্রকাশের তারিখঃ ৮ জুলাই, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পৌরসভাসহ নয়টি ইউনিয়ন পরিষদে চালু হয়েছে কিউআর কোড যুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেম। ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদসহ অন্যান্য সনদ যেন কেউ জাল করতে না পারে এবং সেবা প্রার্থীগণ যেন হয়রানির শিকার না হন সে লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালু করা হল এই সিস্টেম।
রবিবার (৭ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম আল মামুন বলেন, এলাকায় যত সমস্যা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাল সনদ। এই সনদ নিয়ে হয়রানির শেষ নেই। কিউআর কোড যুক্ত সনদ প্রদান করলে এই ঝামেলা অশান্তি অনেকাংশেই কমে যাবে। নিজেদের নিয়মিত দায়িত্বের বাইরে এসে সীতাকুণ্ডবাসীকে হয়রানি মুক্ত করতে এসিল্যান্ড, ইউএনও মিলে যে অনলাইন কিউআর কোড যুক্ত সনদ ব্যবস্থা চালু করলেন এজন্য আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল এ অনলাইন পদ্ধতি। এটি কাজে লাগিয়ে আমরা স্মার্ট বাংলাদেশের পথে আরো এগিয়ে গেলাম। অনুষ্ঠানের সভাপতি নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, ওয়ারিশ সনদ নিয়ে বাণিজ্যের অভিযোগ অহরহ। এসব বন্ধে কিউআর কোড সংবলিত সনদ ব্যবস্থা কাজে আসবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, এখন থেকে সেবা প্রার্থীগণ www.sitakunda.prottoyon.net ওয়েবসাইট থেকে কিউআর কোড যুক্ত সনদের জন্য আবেদন করতে পারবেন। সনদে ব্যবহৃত কিউআর কোড স্ক্যান করে সনদটি জাল কিনা যাচাই করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইট থেকে সনদ/প্রত্যয়ন নম্বর ব্যবহার করে সনদ/প্রত্যয়ন যাচাই করা যাবে। তিনি আরও বলেন, এই সনদ ব্যবস্থা বাস্তবায়নে পৌর মেয়র এবং সকল চেয়ারম্যান আন্তরিক সহযোগীতা করেছেন। তাই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার হাবিবুল্যাহ্,সহ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.