|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নবীনগরে চলাচলের রাস্তায় ঘর নির্মাণ ও বেড়া দিয়ে জনদুর্ভোগ; প্রতিকার চান ভুক্তভোগীরা
প্রকাশের তারিখঃ ৮ জুলাই, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের ভোলাচং দাশ পাড়ায় জনচলাচলের রাস্তা বন্ধ করায় অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় প্রায় ২৫টি পরিবারের সদস্যরা।
জানা যায়, ভোলাচং নতুন বাজারের ব্যবসায়ী দুলাল দাশের সদ্য নির্মিত বাড়ির সামনের রাস্তা দিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রায় ২ যুগের বেশি সময় ধরে চলাচল করে আসছে। সম্প্রতি প্রান্তোষ দাশ ও রঞ্জিত দাশ এলাকার বখাটে আশু দাশের নেতৃত্বে ওই রাস্তা দখল করে বেড়া ও ঘর নির্মাণ করায় এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ঘর নির্মাণ ও বেড়া দিয়ে চলাচলের জন্য পূর্বের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাটি বন্ধ করে দেওয়াই তারা জরুরি কাজে বের হতে না পেরে চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন।
এবিষয়ে অভিযুক্তকারী প্রান্তোষ দাশ ও দুলাল দাশের পরিবার অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেদের জায়গাতে ঘর ও বেড়া দিয়েছেন। কাগজেপত্রে তাদের জায়গার উপর দিয়ে নির্দিষ্ট কোন রাস্তা নেই।
এব্যাপারে একই গ্রামের বাসিন্দা ও পৌর মেয়র এড. শিব শংকর দাশ রাস্তা নিয়ে সমস্যার বিষয়টি অবগত আছেন বলে জানান, তবে এবিষয়ে তিনি আর কোন মন্তব্য করতে রাজি নন বলে জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.