|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
প্রকাশের তারিখঃ ৮ জুলাই, ২০২৪
রোববার (৭ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করে।
রাতে অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত সদর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে বড় স্টেশন মাছঘাট থেকে ২২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। চিংড়ির মালিকানা কেউ দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.