|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কালিহাতীতে পূর্ণ ধর্মীয় নিয়মে আনন্দ উল্লাসে রথযাত্রা উৎসবে সনাতনীদের ঢল
প্রকাশের তারিখঃ ৮ জুলাই, ২০২৪
টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী কেন্দ্রীয় জয় কালীমন্দিরের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ নিয়ম-নীতি অনুসারে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হয়েছে।
গত ৭ জুলাই বিকাল ৫ ঘটিকার সময় কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেব রওনা হয় তার মাসির বাড়ির উদ্দেশ্যে কালিহাতী বেডডোবা হেরা গুসাই মন্দিরে।
মাসির বাড়ি জগন্নাথ দেব অবস্থান করবেন সাত দিন কালিহাতী কেন্দ্রীয় মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের সঙ্গে আনন্দ রেলি করে খালি পায়ে উলুধ্বনি শঙ্কর ধ্বনি ঢাক ঢোল খোল করতাল সহ সকল বাদ্যযন্ত্র নিয়ে হরিনাম কীর্তন করতে করতে যাত্রা করেন প্রায় ১০ হাজার নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের সনাতনী ভক্তবৃন্দ এই রথযাত্রা উৎসবের শুভ আরম্ভ ও উদ্বোধন ঘোষণা করেন ১৩৩ টাংগাইল ৪ কালিহাতী আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, সে সময় আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সিদ্দিকী কালিহাতী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, কালিহাতি কেন্দ্রীয় জয় কালী মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়দেব কর্মকার সদস্য সুমন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দির এর সভাপতি সুদীপ কুমার দত্ত মানু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন গত ৫০ বছরেও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবে এত ভক্তবৃন্দের সমাগম ঘটেনি যা এইবার ঘটেছে আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছি কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দির কমিটির সকল নেতৃবৃন্দ সহ উপস্থিত সকল ভক্তবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রথ যাত্রার এই উৎসবে প্রশাসনিক ভাবে আইন-শৃঙ্খলার পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা লক্ষ্য করা গিয়েছে। জানা গিয়েছে আগামী ১৫ জুলাই মাসির বাড়ি থেকে উল্টো রথে শ্রী শ্রী জগন্নাথ দেব ফিরবেন তার নিজস্ব গন্তব্য তার নিজ ধামে কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দিরে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.