|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের একদিন পর সমুদ্র উপকূল থেকে আশু দাশ (১৯) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুলাই) উপজেলার কুমিরা এলাকার আকিলপুর সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করে কুমিরা নৌ-পুলিশ। নিহত জেলে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার জেলে পাড়া গ্রামের হরিবন্দু দাশ বাড়ীর রাম দাশের পুত্র। জানা যায়, গত শুক্রবার ভোর ৪টার সময় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আশু দাশ। নিখোঁজের পর স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখোজির পরও কোন হদিস পাননি। নিখোঁজের একদিন পর এক কিলোমিটার দূরে একটি লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখে শনাক্ত করে। বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌপুলিশের অফিসার ইনচার্জ নাছির উদ্দীন বলেন, গতকাল মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.