|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ
প্রকাশের তারিখঃ ৫ জুলাই, ২০২৪
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটন, ভাইস- চেয়ারম্যান সৈয়দ নূরে আলম ও মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. লিপি আক্তার শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ শেষে তাদের অভিনন্দন জানান।
উল্লেখ্য, গত ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ৬২ হাজার ৪১৯ ভোটের মধ্যে ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের দুইবারের সফল প্যানেল চেয়ারম্যান ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৈয়দ নূরে আলম চশমা প্রতীক নিয়ে ১০ হাজার ১৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তিনি এনিয়ে টানা তিনবার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান খাঁন টিউবওয়েল প্রতীক নিয়ে পান ৯ হাজার ১৫৩ ভোট।
অন্যদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুর্শিদ উদ্দিন আহমেদ এর সহধর্মিণী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. লিপি আক্তার ফুটবল প্রতীকে ১২ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রহিমা আক্তার কলস প্রতীকে পান ৩ হাজার ৫৮১ ভোট ও সাঈদা খানম মুক্তা হাঁস প্রতীকে পান ২ হাজার ৯৫৪ ভোট।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত ১৯ মে যথাযথভাবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
আবুল হোসেন লিটন কুলিয়ারচরের বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব কাঞ্চন মিয়ার সুযোগ্য সন্তান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রধান উপদেষ্টা সিআইপি মরহুম আলহাজ্ব মো. মুছা মিয়া ও কুলিয়ারচর পৌরসভার প্রয়াত মেয়র আবু হাসান কাজলের আপন ছোট ভাই এবং কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান এর চাচা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.