|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে গাছের সাথে আটকে গিয়ে বেঁচে গেলেন বাসের অর্ধশত যাত্রী
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। প্রাইভেটকারে থাকা চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। তবে যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে আটকা পড়ে। এতে প্রাণে বেঁচে যান বাসে থাকা অর্ধশত যাত্রী।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টার সময় উপজেলার বড় কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে একটি প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকে। এ সময় চট্টগ্রামমুখী একটি এনা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। বাসটি মহাসড়কের পাশে থাকা একটি গাছের সাথে আটকে যায়। যার কারণে বাসভর্তি যাত্রীগুলো প্রাণে বেঁচে যায়। এতে বাস ও প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহাসড়কের পাশে থাকা গাছের সাথে বাসটি আটকে পড়ার কারণে বাসের মধ্যে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.