|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
বিরামপুরে নবাগত এসিল্যান্ডের যোগদান
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২৪
দিনাজপুরের বিরামপুরে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন, মিজ নাজিয়া নওরীন। তিনি বুধবার বৈকাল ৪ ঘটিকায় যোগদান করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন নবাগত এসিল্যান্ড মিজ নাজিয়া নওরীন কে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিরামপুর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক দীনেশ কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর ভূমি অফিসের প্রধান সহকারী (নাজির) তরিকুল ইসলাম সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ভূমি অফিসের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন নবাগত সহকারি কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীনের সহিত কুশল বিনিময় সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং আগত সুধীজনদের সহিত পরিচয় করে দেন।
উল্লেখ্য সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন এর জন্মস্থান ময়মনসিংহ জেলায়। তিনি ৩৮ তম বিসিএস প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসাবে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে চাকরিতে কর্মরত ছিলেন। বর্তমানে তার শ্বশুর বাড়ি রংপুর জেলায়। উপজেলা সূত্রে আরো জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন এর স্বামীর কর্মস্থল হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার সার্কেল অফিসে তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.