|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রি শুরু
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠানের লক্ষে ৩ দিনব্যাপী মনোনয়ন পত্র বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। আজ ৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেটের ৩য় তলায় বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে তাইজুল-বাপ্পী পরিষদের মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,নির্বাচন কমিশনের প্রধান শফিকুল আলম চৌধুরী বিপ্লব,সদস্য মাহবুবুর রহমান টুকু সরদার,আব্দুর রউফ ভূইয়া, মঞ্জুর হোসেন পলাশ সরকার,মামুনুর রশিদ ও আদম আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। নির্বাচন কমিশনের প্রধান শফিকুল আলম চৌধুরী বিপ্লব জানান, আগামী ২৭ জুলাই বণিক সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে । গত ২ জুলাই তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র উত্তোলন ৩ জুলাই থেকে ৬ জুলাই, দাখিল ৭ জুলাই, বাছাই ও খসড়া তালিকা প্রকাশ ৮ জুলাই,আপিল ৯ জুলাই, রায় ১০ জুলাই, বৈধ তালিকা প্রকাশ ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহার ১২ জুলাই ও প্রতীক বরাদ্দ ১৩ জুলাই এবং ২৭ জুলাই সকাল ৯ হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে সমিতির ১২'শ ৯৫ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে তাদের পছন্দমত প্রার্থীদের নির্বাচিত করবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.