|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন নজরুল ইসলাম লিচু
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ০৯ নং ওয়ার্ডের সাবেক তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম লিচু। আজ বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আনোয়ার হোসেন এর নিকট মনোনয়ন পত্র জমা দেন। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা শেষে নজরুল ইসলাম লিচু বলেন জনসেবা করার লক্ষে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে মাননীয় এমপি নূর মোহাম্মদ মহোদয় ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার মহোদয়ের সার্বিক সহযোগিতায় ও নির্দেশনা অনুযায়ী নিলক্ষিয়া ইউনিয়নকে উন্নয়ন-সমৃদ্ধ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এসময় আগামী ২৭ জুলাই নিলক্ষিয়া ইউপি উপনির্বাচনে তার বিজয় সুনিশ্চিন্ত বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আগামী ৫ জুলাই মনোনয়ন পত্র যাচাই-বাচাই, প্রার্থীতা প্রত্যাহার ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.