|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে দুই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ, আহত-২
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে তেলবাহী লরি ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুইজন আহত হয়েছে। আজ বুধবার (৩রা জুলাই) সকাল ১০টায় জয়পুরহাট-হিলি রাস্তার পাঁচবিবি পৌরসভার মেইন গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
এতে ট্রাকের ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার চুয়াডাহা গ্রামের আছানুর রহমানের পুত্র রুবেল হোসেন(৪০) ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টুঙ্গুয়া গ্রামের সুখলালের পুত্র সুজন(৩০) আহত হয়।
তাদের পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, সকাল ১০ টায় হিলি থেকে ছেড়ে আসা পদ্মা অয়েলের একটি লরি এবং জয়পুরহাট থেকে একটি পাথরবাহী ট্রাক দ্রুত গতিতে আসার সময় পাঁচবিবি পৌরসভার মেইন গেটের সামনে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাকের সামনের অংশ গুঁড়িয়ে ড্রাইভার সেখানে আটকে পড়ে। স্থানীরা ফায়ার সার্ভিসে খবর দিলে আটকে পড়া ড্রাইভার হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এসময় দূর্ঘটনার কারনে জয়পুরহাট-হিলি মেইন রোডে দীর্ঘ ২ ঘন্টা ধরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে বিড়ম্বনায় পড়েন দুরপাল্লার যাত্রীরা।
এ অবস্থায় পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় যানচলাচলের ব্যবস্থা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.