|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
প্রকাশের তারিখঃ ২ জুলাই, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে মোঃ শাকিল খান (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৌলভীপাড়া এলাকার বেলাল হোসেনের পুত্র। গত শনিবার (২৯ জুন) সে বিষপান করলে তিন দিন পর সোমবার রাত ৩ টার সময় চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম সিদ্দিকী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৌলভীপাড়া এলাকার মোঃ শাকিল খানের সাথে একই গ্রামের আনিকার কয়েক বছর আগে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তাদের ঘরে দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। স্থানীয়ভাবে তাদের পারিবারিক কলহ সমাধানের চেষ্টা করলেও কিন্তু বার বার ব্যর্থ হয় স্থানীয়রা। এক পর্যায়ে মোঃ শাকিল খানের স্ত্রী আনিকা তার বাপের বাড়ীতে চলে যায়। কিন্তু স্বামী মোঃ শাকিল খান অনেক চেষ্টা করলেও তাকে তার বাপের বাড়ী থেকে আনতে পারেননি। এই অভিমানে শ্বশুরবাড়ী থেকে ফিরার পথে শনিবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে ঘাস নিধনের একটি বিষ কিনে সবার চক্ষুর আড়ালে সে পান করে। বিষ পানের প্রায় এক ঘণ্টা পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩ টার সময় মৃত্যুবরণ করেন। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন পিপিএম বলেন, বিষয়টি আমরা জেনেছি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.