|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
প্রকাশের তারিখঃ ২ জুলাই, ২০২৪
”নব কিশোরের অভিযাত্রা ফুটবলে ফিরুক পুরনো মাত্রা” এমন প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবির রামভদ্রপুর সীমান্তে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী ক্যাম্পেইন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ভারত সংলগ্ন উপজেলার রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচের আয়োজন করে স্থানীয় একটি ফুটবল একাডেমী। এমন ব্যতিক্রম খেলা দেখতে হাজার হাজার ছোট-বড় নারী-পুরুষ মাঠে উপস্থিত ছিল। জয়পুরহাট জেলা প্রশাসন একাদশ ও রামভদ্রপুর ফুটবল একাডেমি একাদশ খেলায় অংশগ্রহন করেন। ঘণ্টাব্যাপী চলা খেলাটি (১-১) গোলে ড্র হয়। জেলা প্রশাসন একাদশের অধিনায়ক ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী ও রামভদ্রপুর ফুটবল একাডেমি একাদশের অধিনায়ক ছিলেন মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। সীমান্তে এমন প্রীতি ম্যাচের আয়োজন করার কারন হিসাবে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক এবং কিশোরীদের বাল্যবিবাহ কিশোরদের ইভটিজিং থেকে দূরে রাখতে এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে। শুধু পুলিশ প্রশাসন ও মামলা দিয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মত অপরাধ সমাজ থেকে নির্মুল করা সম্ভব নয়। এসব অপরাধ বন্ধ করতে মাঝেমধ্যেই খেলাধুলার আয়োজন করতে হবে এবং সমাজের সবাইকে একাজে এগিয়ে আসতে হবে। খেলায় উৎসাহ দিতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ আমি নিজেও খেলায় অংশগ্রহন করি বলেও জানান, জেলা প্রশাসক মহোদয়। খেলায় রাহাত নামের একজন নারী রেফারির দায়িত্ব পালন করেন।
এসময় খেলার মাঠে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সবুর আলী, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, পাঁচবিবি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার মোঃ ওবায়দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুব মোরশেদ লেবু, পাঁচবিবি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এটিএম জাহিদুল ইসলাম রানা, সদস্য মোজাফ্ফর ইসলাম সাজা ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সাইদুর ইসলাম রাজু সহ অনেকেই।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.