|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু’র জামিন বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর জামিন বাতিলের দাবিতে সোমবার (১ জুলাই) বিকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলার সর্বস্তরের সাংবাদিক বৃন্দের আয়োজনে ওই মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলার সকল সাংবাদিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল আমিন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক নাদিমের সহধর্মিনী মনিরা বেগম, কন্যা রাব্বিলাতুল জান্নাত।
মানববন্ধনে এছাড়াও বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান , সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, সাংবাদিক আফজাল শরীফ, মাহাবুর রহমান ময়ুর, শাহনাজ পারভীন, উৎপল মহন্ত, লিয়াকত হোসেন বাবুল, মোয়াজ্জেম হোসেন, মনির হোসেন, আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৩০ জুন উচ্চ আদালতের একটি বেঞ্চ সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন প্রদান করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.