|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ৪ মাসের শর্ট কোর্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০২৪
স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ, এই স্লোগানকে সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে অ্যাসেট প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে সম্পূর্ণ সরকারী খরচে উপবৃত্তিসহ ৪ মাসের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। থানা রোডস্থ আই ডি এ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে আজ রবিবার বেলা ১১ টায় ইনস্টিটিউট মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। স্বাগত বক্তব্য রাখেন, ইনস্টিটিউটের পরিচালক মীর জাহেরুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মনোরঞ্জন দাস রতন,প্রতিষ্ঠানের সভাপতি নুরুজ্জামান মোল্লা ও ইন্সটেক্টর স্মৃতি চৌধুরী প্রমুখ। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তি, সনদ ও ব্যাগ প্রদান করেন প্রধান অতিথি। প্রতিষ্ঠানের পরিচালক মীর জাহিরুল ইসলাম জুয়েল জানান, সুইং মেশিন অপারেশন(গার্মেন্টস ট্রেনিং), ড্রেস মেকিং এন্ড টেইলারিং, ব্লকবাটি এন্ড স্কিন প্রিন্ট, ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং ও আইটি সাপোর্ট বিষয়ক ৪ মাস ব্যাপী এ প্রশিক্ষণে মোট ১২৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। এছাড়াও ২ মাসব্যাপী ৮০জন প্রশিক্ষণার্থীকে উপবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.