|| ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি
আবদুল হাই রেহানিয়া হিলফুল ফুযুল বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০২৪
সোনাগাজীর রাসুলপুর আবদুল হাই রেহানিয়া হিলফুল ফুযুল বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি গঠিত হয়েছে, কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন- আলহাজ্ব আবদুল্লাহ সায়েদ আমিন, সহসভাপতি - আলহাজ্ব আবুল কাশেম, সাধারণ সম্পাদক - মাওলানা আবদুর রহমান ও কোষাধ্যক্ষ - মাওলানা এরশাদ উল্যাহ নির্বাচিত হয়েছেন।
১ জুলাই (সোমবার) বাদ আসর মাদ্রাসা মিলনায়তনে পুরাতন কমিটির সভাপতি আলহাজ্ব আবদুস সাত্তার মুক্তার সহ নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক ভাবে বিদায় ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
এসময় মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা বেলায়েত হোসেন সেলিম, দাতা সদস্য- আবদুল মোতালেব, আবদুল আলী ও আবদুল শুক্কুর, এবং স্থানীয় সমাজসেবক সৌদি আরব প্রবাসী আলহাজ্ব নুরুল ইসলাম জসিম, আবুধাবি প্রবাসী জাহাঙ্গীর আলম, সমাজসেবক মহিন উদ্দিন কোম্পানি, কাতার প্রবাসী শেখ ফরিদ, সফি আলম ওমান প্রবাসী, সৌদি প্রবাসী আবু তৈয়ব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ২২শে জুন (শনিবার) ওলামা বাজার মাদ্রাসার নায়েবে মোহতামিম ও মুহাদ্দিস মাওলানা আবু সায়েদ'র সভাপতিত্বে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয় এতে উপরোক্ত নেতৃবৃন্দ ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.