|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে ষষ্ঠ বারের মত পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সেবার উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও এলবিয়ন গ্রুপের সহযোগীতায় ষষ্ঠ বারের মত এইচএসসি ও আলিম-২০২৪ পরিক্ষার্থীদের জন্য ( Road to Light) ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩০ জুন) সকাল ১০ টার সময় ফিতা কাটার মধ্য দিয়ে ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। ২০২২ ইং শুরু হওয়া এই সেবাটি আবারও ষষ্ঠ বারের মতো চালু হয়েছে যাতে সীতাকুণ্ড এর পরীক্ষার্থীদের যাতায়াত সংক্রান্ত কোনো সমস্যায় পরতে না হয়। তারা যেন নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে। পরীক্ষার্থীদের নিশ্চিন্তে এবং নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।সম্প্রতি এটি পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পর্যন্ত মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন বেশ কয়েকটি সমাজ সেবামূলক কার্যক্রম করেছে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য করা, একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা, সমাজের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সু্যোগ করে দেওয়া এবং এসবের মাধ্যমে মানুষকে একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করাই মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর মূল লক্ষ্য। এসময় উপস্থিত ছিলেন, মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টাবৃন্দ এবং কমিটির সদস্যরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.