|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে স্টার লাইন পরিবহনের বাস উল্টে নিহত ১,আহত ১৪
প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ১ জন নিহতসহ এঘটনায় আরও ১৪ জন যাত্রী আহত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, আবুল কাশেম (৬২)। আহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, ফেনী জেলার সোনাগাজী থানার কমল চন্দ্র নাথের স্ত্রী স্বপ্না নারী (৪৮), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আব্দুল রাজ্জাকের পুত্র আব্দুল মোতালেব (৫১) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মোঃ মোস্তফার পুত্র মোঃ আরিফ (২৯)। আহতদেরকে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের যৌর্থ সহযোগীতায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটিতে ২০/২৫ জন যাত্রী ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নগরীর অলংকার থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দুমড়ে-মুচড়ে সড়কের আইল্যান্ডে গিয়ে উল্টে যায়। এবিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফকিরহাট এলাকায় মহাসড়কে দুমড়ে-মুচড়ে সড়কের আইল্যান্ডে গিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা ১ জন নিহতসহ আরও ১৪ জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি থানায় নিয়ে আসা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.