|| ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে সুলতান ( ৩) নামের এক শিশুর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরাস্থ স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন রাস্তার পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। নিহত সুলতান কুমিল্লা জেলার হোমনা থানার চম্পানগর এলাকার সাহাবউদ্দিনের পুত্র। তারা কুমিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের কলোনীর একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ২৫ জুন ছোট কুমিরা বাজার থেকে নিখোঁজ হন ঔই শিশু। পরে নিহতের পিতা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। এ অবস্থায় শুক্রবার বিকালে ছোট কুমিরাস্থ স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন রাস্তার পাশের একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্ত ছাড়া নিহতের পরিবারের অনুরোধে লাশটি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.