|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপ দেখলে বা সাপে কাটা পরবর্তী করণীয় নিয়ে সীতাকুণ্ডে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২৪
"আতঙ্ক নয় সতর্ক হই" এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে শুরু হয়েছে ‘সাপ দেখলে করণীয় ও সাপে কাটা পরবর্তী করণীয়’ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। যুব সংগঠন আলোকিত যুব সংঘ মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি হাতে নিয়েছে। কর্মশালার প্রথম দিন বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রতিটি সেকশনের ১০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ। এ সময় ডাঃ নুর উদ্দিন রাশেদ প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাপ দেখলে বা সাপে কামড় দিলে পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা পরবর্তীতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মামুনুল ইসলাম মামুন ভূঁইয়া, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি, সিনিয়র শিক্ষক বাবু বিভাস চক্রবর্তী, সীতাকুণ্ড মডার্ণ হসপিটালের পরিচালক ও মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিল, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.