|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পূবাইল কমিউনিটি ক্লাবের উদ্যোগে পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপন
প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২৪
গাজীপুর মহানগরীর পূবাইলে পূবাইল কমিউনিটি ক্লাবের উদ্যোগে ঈদ আনন্দ ইভেন্ট এর অংশ হিসেবে স্থিরচিত্র প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং জলবায়ু পরিবর্তনে ঝুঁকি কমাতে ক্লাবটি বৃক্ষরোপণ করেছে।
আজ শুক্রবার (২৮জুন) ,বিকেলে পূবাইল থানাধীন আমির উদ্দিন মুন্সি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কাঁঠাল,পেয়ারা, আমলকী, জাম, জলপাইসহ বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেদী হাসান রিয়াদ, সভাপতি হারেজ আলী উচ্চ বিদ্যালয়।
এ সময় তিনি বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং গাছের চারা রোপণ করেন বৃক্ষরোপণ শেষে মেহেদী হাসান রিয়াদ ক্লাবের সকল সদস্যদের উদ্দেশে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প কিছু নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের খাদ্য দেয়, মানুষ যেন অক্সিজেন তৈরির করিগর হিসেবে নিজেকে তৈরি করতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে পূবাইল কমিউনিটি ক্লাব দেখে ভালো লাগছে। আমরা কেউ বৃক্ষনিধন করব না। আমরা সবাই বেশি করে গাছ লাগাব, গাছের পরিচর্চা করব, সবুজে ভরে তুলব আমাদের এই বাংলাদেশ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিন্দান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন পূবাইল কমিউনিটি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ আজ হুমকিতে। তাই পরিবেশ রক্ষায় আমরা সবাই বেশি করে গাছ লাগাব।
এ সময় উপস্থিত ছিলেন- পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রবিউল আলম, পূবাইল কমিউনিটি ক্লাবের সদস্য, ফরহাদ সিকদার,সুমন ভুইয়া, সিফাত গাজী,মোঃ আমিন ভূঁইয়া, আলতাফ হোসেন, শরিফুল ইসলাম, মাসুদুর রহমান ফাহাদ কাজী, রাহাত, মেহেদী, বারাক, সাব্বিরসহ আরো অনেকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.