|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
কালিহাতীতে বঙ্গবন্ধু অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।
প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২৪
টাঙ্গাইলের কালিহাতীতে ঐতিহ্যবাহী কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ জুন বিকাল ৪ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ টিম কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসাইন এর সভাপতিত্বে কালিহাতী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া এর পরিচালনায় ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়।
উক্ত খেলায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৩ টাঙ্গাইল ৪ কালিহাতী জাতীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এ এম সিদ্দিকি, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতি উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান বিপুল দীপুর, কালিহাতী উপজেলা নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মোল্লা, নুরুন্নবী সরকার, মেয়র কালিহাতী পৌরসভা চেয়ারম্যান ৫ নং বাংড়া ইউনিয়ন পরিষদ কালিহাতী আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ূন বাঙাল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ আজকের খেলার উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন স্বাগতিক কালিহাতী পৌরসভা বনাম বাংড়া ইউনিয়ন উভয় দলের মধ্যে নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র থাকায় খেলাটি গড়ায় টাইব্রেকারে ট্রাইবেকারেও উত্তেজনা কর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১৪/ ১৫ গোলে জয় তুলে নেয় কালিহাতি পৌরসভা উদ্বোধনী ম্যাচে খেলা দেখতে মাঠে সমাগম ঘটে বিপুল পরিমাণ দর্শক ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৪- ৭-২০২৪ তারিখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.