|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে অনুমোদনবিহীন গ্যাস সিলিন্ডারের দোকানে মোবাইল কোর্টের অভিযান
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। বুধবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে উপজেলার মছজিদ্দা, ছোট কুমিরা এবং নিমতল এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট আলাউদ্দিন। বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স এবং ফায়ার সার্ভিসের সনদ না নিয়ে অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১টি মামলায় মেসার্স বিল্যাহ ট্রেডার্সের মালিক মৃত মোঃ মোস্তানছেরের পুত্র মোঃ মাসুদকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক স্যারের দিকনির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে ছোট কুমিরাস্থ নিমতল এলাকায় মেসার্স বিল্যাহ ট্রেডার্স অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মজুদের জন্য ফায়ার সার্ভিস সনদ এবং বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১টি মামলায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামী এক সপ্তাহের মধ্যে সব গ্যাস সিলিন্ডার আবাসিক এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য মালিক থেকে মুচলেকা নেওয়া হয়। এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল এবং সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যসহ সাংবাদিকবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.